Culture

“পরিকাঠামো”য় গড়ে ওঠা নলীন সরকার স্ট্রিট

বাজেট এক চতুর্থাংশে অবনত হয়েও ঘাটতি পড়েনি পুজোর আড়ম্বরে

শর্মিষ্ঠা বিশ্বাস : ২০২০ এর ৮৮ বছরের এবারের থিম “পরিকাঠামো”। বর্তমানে আম্ফান বিপর্যয় এবং করোনাকালে ভুক্তভুগী গোটা বাংলা তথা সমগ্র বিশ্ব। এমতাবস্থায় ভূক্তভোগী মানুষদের জীবনের অবস্থা, সমগ্র বিশ্বের অর্থনীতির মন্দা সমস্ত টালমাটাল পরিস্থিতি নলিন সরকার স্ট্রিট তাদের পুজোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সভাপতি জয়ন্ত ব্যানার্জীর সাথে কথা বলায়ে আমরা তাদের শিল্পীর পরিচয় জানতে পেরেছি।এবারের শিল্পী আছেন মানুষ দাস।

মায়ের আগমনে মানুষের সমাজের অবস্থা যদি এতটুকুও ফেরে, মানুষের এতটুকু হাসির কারণ হতে পারলে ক্লাবের কর্মকর্তাদের সেটাই বড়ো পাওনা হবে।এবছর থিম পুজোয় আত্মপ্রকাশ হলেও কোনো বিশেষ উপস্থিতিতে উদ্বোধন অথবা আনুষ্ঠানিক উদ্বোধনের কোনো পরিকল্পনা করেনি নলিন সরকার স্ট্রিট। প্যান্ডেলের কাজ শেষ হলেই দশনার্থীদের প্রবেশাধিকার থাকবে।

তবে এবারের পুজোয় শুধু ফুল দিয়েই হবে, প্রসাদের ব্যবস্থা করবে না কর্তৃপক্ষ। পুজোর বাজেট এক চতুর্থাংশে অবনত হওয়াও পুজোর আড়ম্বরে কোনো ঘাটতি হয়নি। এমন পরিস্থিতিতেও প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী নলীন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: