
বনিতা রায় : রাজ্যে করোনার দাপট বাড়ার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল পর্যন্ত রাজ্যের কয়েকটি জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫৫ জন। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাংলায় ডেঙ্গুর কবলে ৬৫০ জন। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯। গতকাল পর্যন্ত পাঁচটি জেলায় ১৬১ জন ডেঙ্গ আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে গোমতী জেলায় ৭৬ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, সিপাহীজলা এবং উত্তর জেলায় ১ জন করে, ঊনকোটি জেলায় ৫৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ডেঙ্গুর এক ধরনের চক্রাকার পর্যায়। প্রত্যেক তিন চার বছর অন্তর ডেঙ্গুর প্রকোপ এইভাবে বেড়ে যায়। হাসপাতাল গুলিতে যে হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে বেড না পাওয়ার সম্ভাবনাই বেশি। শিশু ও বৃদ্ধরা ডেঙ্গুতে আক্রান্ত হলে, তাদের মৃত্যুর সম্ভাবনাও বেশি।রাজ্যে ডেঙ্গু সনাক্তকরণের কিট, প্রয়োজনীয় ঔষধ এবং আনুষাঙ্গিক ব্যবস্থা রয়েছে। এই রোগ প্রতিরোধের বিষয়ে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।