HealthNation

প্রথম দফায় টিকা দেওয়া হবে ৩ লাখ নাগরিককে, আজ থেকে আমেরিকায় গণ টিকা দান

আজ সকালের মধ্যেই ফাইজারের টিকা হাসপাতালগুলিতে পৌঁছে যাবে, প্রথম দফায় শারীরিকভাবে সবথেকে দুর্বল নাগরিকদেরই টিকা দেওয়া হবে

পল্লবী কুন্ডু : করোনা(Corona vairus) তান্ডবে বিদ্ধস্ত পরিস্থিতি আমেরিকায়(United States)। তবে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করেছে বাইডেন রাজ্যত্ব। সোমবার অর্থ্যাৎ আজ থেকেই আমেরিকায় শুরু হচ্ছে করোনার গণ টিকা(vaccine) দান। আজ সকালের মধ্যেই ফাইজারের টিকা হাসপাতালগুলিতে পৌঁছে যাবে। প্রথম দফায় শারীরিকভাবে সবথেকে দুর্বল নাগরিকদেরই টিকা দেওয়া হবে।

রবিবার থেকেই মিশিগানের কালামাজু থেকে ড্রাই আইসে রাখা টিকার ডোজগুলি পাঠানো শুরু হয়েছে। এগুলি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। এই গোটা কর্মতৎপরতাকে মার্কিন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডি ডে-র সঙ্গে তুলনা করছে। কোভিড আক্রমণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ছিল আমেরিকা। বিপদ এখনো কাটেনি। এখনো প্রতি মুহূর্তে সংক্রমণ ছড়াচ্ছে ব্যাপকহারে। মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সংক্রমিত ১৬ লাখ। গত ২ সপ্তাহে বহুবার দৈনিক সংক্রমণ ২ হাজার ছাড়িয়েছে।

১১ মাস আগে মার্কিন সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে মিলে এই টিকার কাজ শুরু করেছিল। আমেরিকায় ৪৪ হাজার লোককে টিকার পরীক্ষার আওতায় আনা হয়েছিল। টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত করোনার টিকা কয়েকশো হাসপাতালে টিকা পৌঁছবে। পাশাপাশি এও জানা যাচ্ছে যে, প্রথম দফায় টিকা দেওয়া হবে ৩ লাখ নাগরিককে। আমেরিকাকে নিয়ে ৬টি দেশ ফাইজারের টিকা প্রয়োগের অনুমতি দিল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: