
শর্মিষ্ঠা বিশ্বাস: আবারও অসচেতনতার বশে প্রাণ খোয়ালেন তিন যুবক। ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে ভিডিও গেম খেলায় এতটাই মত্ত যে ট্রেন আসার শব্দও তাদের কানে যায়নি। সোমবার সন্ধ্যেবেলায় উত্তর ২৪ পরগনার অশোকনগর ট্রেনলাইনে ঘটে গেলো এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনে কাটা পরে মৃত্যু হয় তিন যুবকেরই। তার মধ্যে দুজনের দেহই উদ্ধার করা গেছে, বাকি আরেকজনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে এখনও চলছে দেহ খোঁজা। মৃত দুই যুবক অশোকনগরের মানিকনগর এলাকার বাসিন্দা, শিপন দে এবং সৌভিক দাস। তিন যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে অশোকনগর শোকস্তব্ধ।