Environment

এই বছরেই কলকাতার রাস্তায় নামতে পারে ১০০০টি পরিবেশবান্ধব বাস

৩০০টি ডিজেলচালিত বাস-কে সিএনজি-তে রূপান্তর করা হবে

সায়ন দেবসিংহ : পরিবহন দফতর এই বছরেই শহরের পথে ১০০০ টি ই-বাস নামাতে চায় ।পরিবহন দফতরের এক আধিকারিক জানান, ‘পরিবেশ দূষণ ঠেকাতেই এমন উদ্যোগ । ২০১১ সাল থেকে পরিবেশবান্ধব বাসের কথা ভাবা হয়েছে দূষণ কমানোর জন্য ।’প্রায় ৩০০টি ডিজেলচালিত বাস-কে সিএনজি-তে রূপান্তর করা হবে ।

পরিবহন দফতর আরো জানিয়েছে, প্রথমে সরকারি বাসগুলিকে সিএনজি-তে রূপান্তর করা হবে এবং তারপর বেসরকারি বাসগুলিকে । এইজন্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বেসরকারি বাসমালিকদের সংগঠনগুলিকে ১৭ই নভেম্বর বৈঠকে ডেকেছেন ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d