Big Story
মালিতে বাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে
সন্ত্রাসবাদীদের গুলিতে রক্ত ঝরছে মালিতে

বামাকো, 4 ডিসেম্বর (ইউএনআই/স্পুটনিক) মালিতে একটি বাসে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছে, শনিবার সূত্র জানিয়েছে। সূত্রের মতে, হামলাটি মোপ্তি অঞ্চলের পূর্ব মালিয়ান শহর বান্দিয়াগারা থেকে খুব বেশি দূরে নয়।
মালির পরিস্থিতি ২০২১ সালে অস্থিতিশীল হয়ে ওঠে যখন তুয়ারেগ জঙ্গিরা দেশের উত্তরাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল দখল করে। ইসলামপন্থীদের কার্যকলাপ, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী এবং সেইসাথে ফরাসি হস্তক্ষেপের কারণে সংঘাত আরও বেড়েছে।