
বনিতা রায় : বেশ কিছুদিন ধরেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পুজোর শেষে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ বেড়ে যায়। ফের কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০,৪৮৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৫,১০,৪১৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৩২৯ জন। দেশে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। গতকাল পর্যন্ত ১১৬ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ২১০ ডোজ টিকাকরন হয়েছে।
শনিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ২.০১ শতাংশ। কখন বাড়ছে আবার কখন কমছে। গত ২৪ ঘন্টায় হাওড়াতে আক্রান্ত হয়েছে ৫৪ জন, হুগলিতে ৬৪ জন, কলকাতায় ২০১ জন। টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে পরীক্ষা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১১৭ জনের। টিকাকরনই একমাত্র করোনা মোকাবিলায় সহায়তা করবে।