Big Story
সহকর্মীর গুলিতে নিহত ৪ জওয়ান, আহত ৩
কী কারণে এলোপাথাড়ি গুলিতে সহকর্মীদের খুন তা খতিয়ে দেখছে পু

শর্মিষ্ঠা বিশ্বাস: ছত্তিশগড়ের সুকমা মারাইগুড়া সিআরপিএফ ক্যাম্পে ভোর রাতে সহকর্মীর গুলিতে নিহত ৪ জওয়ান। আহত হয় আরও ৩ জন। ওই ৭ জওয়ানকে হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়, বাকিরা এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রীতেশ রঞ্জন নামের ওই অভিযুক্ত জওয়ান আচমকাই এলোপাথাড়ি গুলি চালায় তার সহকর্মীর ওপর, আওয়াজ শুনে বাকিরা ছুতে আসলে তাদের মধ্যে থেকেও আহত হন বেশ কিছুজন।
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্ব না মানসিক অবসাদ ! আচমকা কী কারণে এলোপাথাড়ি গুলিতে সহকর্মীদের খুন তাও খতিয়ে দেখা হচ্ছে।