বনিতা রায়: দীর্ঘ ছয় মাস পর রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। জানা যাচ্ছে বর্তমানে হাওড়া খড়গপুর উঠেছে সংখ্যা বেড়েই চলছে তার পরেও আরো ৪০ টি লোকাল ট্রেন রুতে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সোমবার এরপর থেকেই ৫০% তো দূরের কথা ১০০% যাত্রী নিয়ে যাত্রা করছে লোকাল ট্রেন।
করোণা পরিস্থিতিতে ও বেশ কয়েকটি ট্রেনে ঠাসাঠাসি করে, ঝুলতে ঝুলতে যাতায়াত করছে। ট্রেন পরিষেবা চালু হওয়ার পরপরই সেই আগের চিত্র ফুটে উঠেছে। এ প্রসঙ্গে হাওড়ার নিত্যযাত্রী উজ্জ্বল জানান, ” কয়েকটি স্পেশাল ট্রেন চালু ছিল কিন্তু এতটাও ভীত ছিল না। ৫০% যাতে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেটাকে কেবলই নাম মাত্র। ক্রমশ পূর্বের ছবি ফুটে উঠছে।” অন্যদিকে চুঁচুড়ার নিত্যযাত্রী অর্চনা রায় জানান,” নিত্যযাত্রীদের ভীড় উপচে পড়ছে প্রতিনিয়ত ও পাশাপাশি বহু মানুষের মুখে মাক্স নেই। করোনার তৃতীয় ঢেউ এরপরও উদাসীন ও দায়সারা ভাবে রয়েছে নিত্যযাত্রীরা।” কি হতে চলেছে পরবর্তীকালে চিন্তায় নিত্যযাত্রী?