সন্তানকে বাজারে পাঠিয়ে তারই বন্ধুকে ধর্ষণ, অভিযুক্ত বাবা
অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে

তিয়াসা মিত্র : ধর্ষণ এবং ধর্ষণ। কথাটি যেন ভাবে জড়িয়ে গেছে আমাদের রক্তে আমাদের জীবনে। ছোট থেকে বয়স্ক , খবরের কাগজ ওল্টালেই দেখা যায় এই বিষয়ে-এর ওপর খবর। আর সেই রকম খবর আবারউঠে এলো আমাদের সামনে এবং সেই খোদ কলকাতার ঘটনা বলে জানাচ্ছে সূত্র। দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকাতে ঘটেছে এরকমই একটি ঘৃণ্য অপরাধ। ১৪ বছরের একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করলো তারই বন্ধুর বাবা।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ২৮ জানুয়ারি বিকেলে সেই নাবালিকা পূর্ব পঞ্চান্নগ্রামে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেখানেই বন্ধুর বাবার হাতে যৌন নিগ্রহের শিকার হতে হয় তাকে। অভিযোগ, সেই নাবালিকার বন্ধুর বাবা বন্ধুকে খাবার কিনতে বাজারে পাঠিয়ে দেয়। এর পর ফাঁকা বাড়িতে নাবালিকা জোর করে মদ্যপান করিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর মেয়েটি শারীরিক এবং মানসিক ভাবে বিদ্ধস্ত হয়ে পরে এবং তাকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ধর্ষণের অভিযোগে নাবালিকার বন্ধুর বাবার বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।