Big Story

কিংবদন্তি লতা মঙ্গেশকর করোনার শিকার, আইসিইউ-তে চিকিৎসার অধীনে গায়িকা

কয়েকদিন আগেই কিংবদন্তি তার ৯৩ বছরের মাইল স্টোন ছুঁলেন

তিয়াসা মিত্র : করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। সংবাদমাধ্যকে তার ভাইজি রচনা বলেছেন, ‘‘উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে ওনার জন্য প্রার্থনা করবেন।’’

কয়েকদিন আগেই কিংবদন্তি তার ৯৩ বছরের মাইল স্টোন ছুঁলেন তাকে শ্রদ্ধা এবং ভালোবাসার কিছু উপহার দিতে দেখা গেছে ভিশাল ভারদ্বাজকে সঙ্গে ছিলেন গুলজার এবং আরো অনেকে। তবে এই বেশে তিনি খুব একটা বাইরে বৰ্ণনা তবে নেট মাদ্ধমে তিনি নিয়মিত নিজেকে সক্রিয় রাখেন, অতএব বোঝা যাচ্ছে নিজের কোনো ঘনিষ্ট কেউ অথবা পরিচারিকার থেকেই সংক্রমিত হয়ে “লতাজি”

তার আরোগ্য কামনাতে বলিউড তারকা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলে টুইট করেছেন নিজ নিজ টুইটের হ্যান্ডেল-এ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: