Entertainment

প্রথম থেকেই বিতর্কে জড়িত ” কাশ্মীরি ফাইলস ” , এবার তার থেকে বিরত নয় এই ছবি

পরেশের টুইটের উত্তরে তোপ দেগেছেন এক কাশ্মীরি পণ্ডিত। মহিলার নাম শিবানী ধর সেন

তিয়াসা মিত্র : সাম্প্রতিক মুক্তি পেয়েছে কাশ্মীরি ফাইলস। হাই কমার্শিয়াল সিনেমা না হলেও প্রেক্ষা গৃহে নিজের ছাপ রেখে যাচ্ছে এই সিনেমাটি। প্রচারের সময়ে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার টুইটার হ্যান্ডেলে কপিল শর্মা শো নিয়ে ক্ষোভ উগরে দেন, কারণ তার এই নন কমার্শিয়াল সিনেমাটি সেই শোতে প্রচার করতে দেওয়া হয়না।

কিন্তু, এই সিনেমার প্রচারে নেমে পড়েন বলিপাড়ার নামি দামি শিল্পীরা। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে ইয়ামি গৌতম, অক্ষয় কুমার, পরেশ রওয়াল প্রমুখ মানুষেরা। দিন কয়েক আগে পরেশের একটি টুইট ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে। পরেশ লিখেছেন, ‘যদি ভারতীয় হন, তা হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি অবশ্যই দেখা উচিত।’ সেই টুইটের উত্তরে এক দিকে যেমন প্রশংসার ঝড়। অন্য দিকে নিন্দাও করা হয়েছে তাঁর প্রচারভঙ্গি নিয়ে। পরেশের টুইটের উত্তরে তোপ দেগেছেন এক কাশ্মীরি পণ্ডিত। মহিলার নাম শিবানী ধর সেন। তাঁর টুইটারের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, হায়দরাবাদের বাসিন্দা তিনি। দক্ষিণ ভারতের সুন্দরীদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। বিনোদন দুনিয়ার যোগ রয়েছে।

তিনি পরেশের টুইটের উত্তরে লিখেছেন, ‘আমি এক জন ভারতীয়। কাশ্মীরি পণ্ডিতও বটে। তাও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখব না। অনেক হয়েছে। ঘৃণা ছড়ানোর জন্য আমাদের কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাসকে ব্যবহার করা বন্ধ করুন।’ শিবানীর এই টুইটটির ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে চারদিকে। এক জন কাশ্মীরি পণ্ডিতের এই বক্তব্য নিয়ে বিবেক এবং তাঁর টিমের সদস্যদের সমালোচনা শুরু হয়েছে। যদিও টুইটটির লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি আর। কিন্তু সেটির ছবি এখন ভাইরাল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: