World
ট্রাফিক পুলিশের ওপর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট
ট্রাফিক পুলিশকে একজন জঙ্গি পিস্তল দিয়ে গুলি করে

শ্রীনগর, ৩ ডিসেম্বর (ইউএনআই) : ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠী গত সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুরানো শহর এলাকায় একজন ট্রাফিক পুলিশ সদস্যের উপর হামলার দায় স্বীকার করেছে। ইসলামিক স্টেটের আমাক নিউজ এজেন্সি হামলার দায় স্বীকার করেছে। হামলার একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছে । দাবি স্বাধীনভাবে সেটি যাচাই করা যায়নি।
বুধবার সন্ধ্যায়, রাজৌরি কাদালে কর্তব্যরত একজন নিরস্ত্র ট্রাফিক পুলিশকে একজন জঙ্গি পিস্তল দিয়ে গুলি করে। হামলায় ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।হামলাকারী গুলি করার সময় ‘আল্লাহু আকবর’ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) বলে চিৎকার করে।অক্টোবরে, ISIS পুরানো শ্রীনগর এলাকায় বিহারের একজন রাস্তার বিক্রেতাকে হত্যার দায়ও স্বীকার করে।