Big Story

গড়িয়াহাটে বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার

প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যু

সায়ন দেবসিংহ : গড়িয়াহাটের একটি তিন তলা বাড়ি থেকে পাওয়া গেল এক ব্যক্তি ও তার গাড়ি চালকের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুবীর চাকি (৬১) এবং তার চালকের নাম রবীন মণ্ডল(৬৫)। যেখান থেকে দেহদুটি উদ্ধার হয়েছে সেটি সুবীর চাকির বাড়ি।গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে সুবীরের এই বাড়িতে বর্তমানে কেউ থাকেনা, বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, সুবীর নিউটাউনে থাকতেন।রবিবার বিকেলে তিনি গড়িয়াহাটের বাড়িতে যান।বাড়ি থেকে অনেকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অনেক রাত অব্দি যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়া গেলে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের পুরো বিষয়টি জানায়। এরপর তারা গড়িয়াহাট থানায় পুরো ঘটনা জানায়। খবর পেয়ে পুলিশ সুবীরের গড়িয়াহাটের বাড়িতে পৌঁছোয় এবং দোতলায় তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। গাড়িচালক রবিনের দেহ পড়েছিল তিন তলায়। উভয়েরই গলা, কব্জি এবং পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: