উচ্চমাধ্যমিকের রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন : এতো নাম্বার পেয়েছে সকলে ভর্তি হবে কোথায় ?
৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, মেদিনীপুরের সায়নদীপ সামন্ত দ্বিতীয়

নিউজ ডেস্ক : এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের।৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, মেদিনীপুরের সায়নদীপ সামন্ত দ্বিতীয় হয়েছে।
উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদ্বীপ সামন্ত। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।
উচ্চমাধ্যমিকে প্রথম দশে এবার ২৭২ জন! তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর এগিয়ে আছে অন্য জেলেদের থেকে। সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে। কলকাতা অনেক পিছিয়ে পড়েছে প্রতীক ভাবে যা বলছেন সংসদ।
উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। এ বার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী।
অন্যবারের মত প্রশ্নপত্র নিয়ে এ বার কোনও অভিযোগ মেলেনি। প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে দাবি পর্ষদের। এ বছর অনেক তাড়াতাড়ি ফলপ্রকাশ করা হচ্ছে। এ বারই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। ২ এপ্রিল শুরু হয়েছিল পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২৭ এপ্রিল।যেহেতু কোবিদ বিপদে রয়েছে সকলে।
পরীক্ষার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। প্রকাশ হল উচ্চমাধ্যমিকের ফলাফল। ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/ -এ দেখা যাবে পরীক্ষার্থীদের ফল। এ ছাড়া আনন্দবাজার অনলাইনে ফল দেখতে এখানে ক্লিক করুন।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি।
সফল ছাত্রছাত্রীদের ভর্তি সংকট হতে পারে বলে অনেকের মনে হচ্ছে , কারণ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আবেদন করবেন সকলে। তারফলে নামকরা কলেজে ভিড় উপচিয়ে পর্বে। যদিও এবার কলেজে ভর্তি কেন্দ্রীয় ভাবে হবার চিন্তা সরকারের তবে এখনও ধোঁয়াশা রয়েছে সিদ্ধান্তে। বিগত বছরে ভর্তি নিয়ে রাজনৈতিক ছাত্র সংঘঠনের দুর্নীতিও প্রকাশ পেয়েছিল , কিন্তু এখন দেখার যে এই বছর সরকার জি ভাবে এই সমস্যা দরকার।