Big StoryWest Bengal

হুগলির ধনেখালিতে বাবা, মা, বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

ছেলেটি মানসিক অবসাদে ভুগছিল এবং ছিল কঠিন রোগও

সায়ন দেবসিংহ : হুগলির ধনেখালিতে মা-বাবা, বোনকে মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের। আজ ধনেখালির বাড়ি থেকে মা, বাবাও বোনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে।তাঁকে নিয়ে যাওয়া হয় ধনেখালি গ্রামীণ হাসপাতালে। সূত্রে খবর, ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত ছিল। ছেলেটির নাম প্রমথেশ, পেশায় গৃহশিক্ষক। বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল, মেয়ে পল্লবী চ্যাটার্জি।পুলিশের অনুমান করেন, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রমথেশ দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত। ফলে তা নিয়ে পরিবারে কিছু সমস্যা ছিল। সংসারে আর্থিক টানাটানি ছিল বলে জানা গেছে। রোজগার তেমন বেশি কিছু ছিল না। ছোটখাটো কাজ করতেন বাবা অসীম। পরিবারে অভাব ছিল। একেবারে সংসার খরচ তার উপর ছেলের চিকিতসার অনেক খরচ। অভাবের সংসারে অশান্তি তাই লেগেই থাকত। সোমবার রাতেও বাড়িতে অশান্তি হয় বলে জানান প্রতিবেশীরা। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: