করোনা আক্রান্ত অভিষেক পত্নী, ভর্তি বেসরকারি হাসপাতালে
পরিবারের সদস্যের হোম আইসোলেশনে, রোগীর শরীরে ছিল একাধিক করোনা উপসর্গ

দেবশ্রী কয়াল : ক্রমশ নিজের প্রভাব বিস্তার করে চলেছে এক অদৃশ্য মারণ রোগ করোনা ভাইরাস। কেউই পাচ্ছে না তার থেকে রক্ষা। আর এবার সেই রোগের প্রকোপে পড়লেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক পত্নী রুজিরা। সোমবার রাতে ওই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।
জানা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই রুজিরার শরীরে করোনা সংক্রমণের নানান উপসর্গও দেখা দিচ্ছিল। এরপর তাঁর অসুস্থতা ক্রমশই বাড়তে থাকে। তারপর গতকাল সোমবারই তাঁর কোভিড টেস্ট করানো হয়। এবং জানা যায় রুজিরা করোনা আক্রান্ত অর্থাৎ তিনি কোভিড ১৯ পজিটিভ। এরপর আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। ওই রাতেই তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।
গত বছরই পুত্রসন্তানের মা হয়েছেন রুজিরা। তাঁর মেয়ে আজানিয়াও যথেষ্ট ছোট। খুদে আয়াংশ এবং আজানিয়ার মা রুজিরা করোনা সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে গোটা পরিবার। পরিবারের বাকি সদস্যের করোনা পরীক্ষা হবে কী না সেই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এখন পরিবারের বাকি সদস্যেরা হোম আইসোলেশনেই রয়েছেন। বিস্তারিত আসছে …