West Bengal

ঠাকুরপুকুর থানার ৩এ বাসস্ট্যান্ডের কাছে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

গতিহীন লরির ধাক্কায় মৃত্যু হল এক পথচারী বৃদ্ধের

চৈতালি বর্মন : শুক্রবার দুপুরে ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডে(Thakurpukur 3A Bus Stand)র কাছে ঘটেগেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যার বলি হতে হল এক পথচারী বৃদ্ধকে। এ দিন দুপুর ১.৩০ টা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার থেকে বেহালাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোকে পর পর ধাক্কা মারে।

লরির ধাক্কায় তিনটি অটোই দুমড়ে-মুচড়ে যায়। অটোগুলির পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নিমাইবাবু। দুর্ঘটনায় তিনিও জখম হন। সঙ্গে সঙ্গে তিন জখম অটোচালক সন্তু শীল, শম্ভু হালদার, জয়ন্ত মল্লিক এবং আর এক পথচারী কালীপদ ঘরামি ও নিমাইবাবুকে উদ্ধার করে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দুই অটোচালককে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন এক অটোচালক, ওই দুই পথচারী কালীপদ ঘরামি ও নিমাই মণ্ডল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে নিমাইবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। তিনি স্থানীয় বিশ্বাসপাড়ার বাসিন্দা। পুলিশ চালক-সহ লরিটিকে আটক করে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: