রাজস্থানের হাইওয়েতে দুর্ঘটনা, আগুনে ঝলসে মৃত বাস যাত্রীদের
ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

তিয়াসা মিত্র : যোধপুর হাইওয়ে এর মাঝে এক যাত্রী বহনকারী বাস এবং এক তেল ভর্তি ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে মৃত্যু হয়ে বহু যাত্রী এবং তার সাথে সাথে চালকেরও । আর এরপরেই আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে বাসটি। সেই সময়ে বাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিল। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় এটি একটি হাড়হিম করা ঘটনা। ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী এবং সাথে পৌঁছয়ে বেশ অনেক গুলি দমকল বাহিনী ও তৎপরতার সাথে শুরু হয়ে আগুন নেভানোর কাজ , জানা যাচ্ছে পুরো বার্মের-যোধপুর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ এর পক্ষ থেকে।
ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। স্থানীয় জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে খবর পাওয়া গেছে । এর সাথে সাথে মুখ্যমন্ত্রী অশোক গেহলট নির্দেশ দেয় উদ্ধারকার্যের পর থেকে দ্রুততার সাথে চালাতে হবে চিকিৎসা কার্য। তবে পুলিশের ধারণা নিয়ন্ত্রণ হারিয়েই সম্ভবত এত বড় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখনই কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলেই খবর।
তবে ঘটনাস্থলে শোকের ছায়া পড়লেও, এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলেই জানা যাচ্ছে।