Big Story

সন্ধান মিললো পড়ুয়া সহ নিখোঁজ বাসের, তিন ঘন্টা পর স্বস্তির নিশ্বাস অভিভাবক

স্কুল সূত্রে খবর, ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। বলা হয়, পড়ুয়ারা অন্য বাসে উঠে পড়েছিল ভুল করে

তিয়াসা মিত্র : পড়ুয়া নিয়ে নিখোঁজ হয়ে দুটি স্কুল বাসের সন্ধান মিললো অবশেষে। সল্টলেক শিক্ষা নিকেতনের ঘটনা বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত অবিভাবকদল উৎকণ্ঠা কাটিয়ে নিজেদের সন্তানদের নিজের কাছে পেয়ে। শুক্রবার বেলা ১২টায় স্কুল ছুটির পর দুটি বাসে করে পড়ুয়ারা বাড়ির উদ্দেশে রওনা দেয়। তার পর থেকেই তাদের আর কোনও খোঁজ ছিল না বলে অভিযোগ অভিভাবকদের।

অভিভাবকরা জানান, শুক্রবারই মহিষবাথানের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল খুলেছে। স্কুল ছুটি হয়ে গিয়েছে ১১টা নাগাদ। কিন্তু তার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও পডুয়া বাড়ি ফেরেনি। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। জানা যাচ্ছে, মোট দুটি বাসের কোনও হদিশ মেলেনি। এর পর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। প্রায় তিন ঘণ্টা পর বাসগুলির খোঁজ পাওয়া গিয়েছে। নির্বিঘ্নেই বাড়ি ফিরেছেন পড়ুয়ারা। স্কুল সূত্রে খবর, ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। বলা হয়, পড়ুয়ারা অন্য বাসে উঠে পড়েছিল ভুল করে। কিন্তু কেন বাস চালকদের ফোনে যোগাযোগ করা যায়নি, তার পর কী ভাবেই বা তাদের ফিরে পাওয়া গেল, সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: