Health

করোনা আপডেট : শুক্রবার দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৯৮ লাখের দোরগোড়ায়

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৯৭ লাখ ৯৬ হাজার ৭৭০ জন

পল্লবী কুন্ডু : পরিস্থিতি স্বাভাবিকের পথে হাঁটলেও করোনা(Coronavirus Cases In India) কবল থেকে এখনো রেহাই পায়নি দেশ। প্রতিদিনের হারে ক্রমশ বাড়ছে দৈনিক সংক্রমণের হার। যদি এক নজরে দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেওয়া যায় তবে, গতকাল সারাদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৯৮ জন। আজ শুক্রবার দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেলো ৯৮ লাখের দোরগোড়ায়।

স্বাস্থ্য মন্ত্রকে(Ministry of Health)র তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৯৭ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। এই মুহূর্তে সারা দেশজুড়ে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৪৯টি। দেশে সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়িতে ফিরেছেন ৯২ লাখ ৯০ হাজার ৮৩৪ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ৫২৮ জন। বৃহস্পতিবার দেশে করোনায় মৃত ৪১৪ জন। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪২ হাজার ১৮৬। তবে সুস্থতার নিরিখে ভারত অবস্থান করছে প্রথমসারিতেই। এই মুহূর্তে ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৪.৭৪ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

দেশের মধ্যে এখনও সবথেকে সঙ্কটজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৮ হাজার ১৭২ জন। বৃহস্পতিবার সারাদিনে ৩ হাজার ৮২৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭০ জনের। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃত ৪৭ হাজার ৯৭২ জন। সাম্প্রতিক কালে ভারতে সবথেকে কম দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২৬ হাজার ৫৬৭। পাশাপাশি গোটা বিশ্বের দিকে নজর দিলে, মোট আক্রান্তের সংখ্যা ৬৯.৪ মিলিয়নেরও বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে পৃথিবীতে মোট করোনা আক্রান্ত ৬ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৮৫৯ জন। মৃত্যু মিছিলে শামিল ১৫ লাখ ৮০ হাজার ৭২৭ জন। ১ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ১২২ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে মহামারী বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১ জন।

করোনা তান্ডবে বিধ্বস্ত পৃথিবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ঝাঁজরা হওয়া ফুসফুসের ক্ষতি এখন পূরণের পথে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: