হালকা শীতের আমেজ থাকলেও উর্ধমুখী তাপমাত্রা, বিদায় বেলাতে শীত
বাঘা শীতের স্বপ্ন ভেদে আবারো বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

তিয়াসা মিত্র : এই বছর শীতের মূল কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা এবং সেই পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাঘা শীত পড়তে না পড়তেই আবারো উর্ধমুখী পারদ তার কারণ শুধুই উত্তর হওয়াকে প্রবেশ করতে না দেওয়া। ২ দিন আগেই কলকাতা সোহো জেলা গুলিতে বেশ জাকিয়ে শীত পড়তেই শীতকাতুরে বাঙালির শীতের আমেজ ফিরে এসেছিলো, কিন্তু আবারো গতকাল সকাল থেকে বেড়েছে তাপমাত্রা বেড়েছে সূর্যের ত্বাপ। এবারেও বাঘা শীতের পথের কাটা পশ্চিমি ঝঞ্ঝা। যে কারণে মাঘ মাসেও গায়ে সোয়েটার এবং হাতে ছাতা নিয়ে বেরোতে হয়েছে মানুষকে।
গতকালের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সকালে কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ। জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আবারো সেই বাঘা শীত পড়তে কি না , তা নিয়ে এখনই কিছু বলতে পারছে না মৌসুম ভবন।