সিপিআইএমের টিকিট না পেয়ে তৃণমূলে যোগ : বিলকিস বেগমের হাতে এবার ঘাসফুল
তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলার বিলকিস বেগমের। সিপিএমের বার্তা - কাজ করলে থাকুন নাতো অন্য পথে যাওয়াই ভালো

বনিতা রায় : কলকাতার পুরভোট দোড় গোড়ায় এরই মধ্যে সিপিএম-এর দল বদল পাশাপাশি তৃণমূলের দল ভারী। ইতিমধ্যেই বেশ কিছুজন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। ফের আবারও দল বদল। গতকালই সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে আর আজই ৭৫ নম্বর ওয়ার্ডের দুবারের সিপিএমের কাউন্সিলার বিলকিস বেগম সিপিএম ছেড়ে ফিরাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন।
সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের পরই বিলকিস বেগমকে প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে ফৈয়াজ আহমেদ খানের নাম দেওয়া হয়েছে। সিপিএমের কাউন্সিলার বিলকিস বেগম জানিয়েছেন, ‘ দল থেকে তাকে প্রাপ্য সন্মান দেওয়া হননি, তাকে অপমান করা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, দলের নীতি ঠিক নেই সেই দিক দিয়ে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ও ফিরাদ হাকিম যে ভাবে সম্মান দেখিয়েছেন সেই সম্মানের কথা মাথায় রেখে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। ফিরাদ হাকিম জানিয়েছেন, ‘ বিলকিস বেগমের দলে আসায় একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ‘