Big Story

রাতের কলকাতা আবারো রক্তাত্ব

স্বাসনের করা নজর বড় হালকা , তাই কেউ এত খুন : এবার রাতের কলকাতা

নিউজ ডেস্ক : শহরে ফের খুন। ফোন করে ডেকে পার্ক সার্কাস ময়দানের মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচিতদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের শাহনওয়াজ ফরিদ।

পরিবারের দাবি, তপসিয়ার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে গতকাল সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। রাতে জানা যায়, গুরুতর জখম অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস ময়দানের মধ্যে পড়ে রয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বেনিয়াপুকুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখাও।

কেন এত খুন হচ্ছে , কি এমন হচ্ছে যার জন্য সহজ হচ্ছে আততায়ীর যাত্রা পথ। এই নিয়ে ওপিনিয়ন টাইমস এর লাইভ ষ্টুডিও তে বিশ্লেষণে থাকবেন যুক্তি যুদ্ধ অনুষ্ঠানে। ” বিশ্বাসে পড়েছে ছেদ, অবিস্বাসে হত্যা : কোন পথে আমরা ? ” (শেষ পর্ব )
বিশ্লেষণে বিশিষ্ট রাজনৈতিক নেতা পার্থ চন্দ , মনোবিদ ডঃ রাখী রায়, প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা বিপ্লব চ্যাটার্জী , সঙ্গে সুবীর দে ,এডিটর আউটপুট , ওপিনিয়ন টাইমস। সম্প্রচার আজ রাত ৮টার সময়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: