Big Story

পাটুলিতে মানসিক অবসাদে আত্মহত্যা প্রৌঢ়ের

লোকডাউনে চাকরি খুঁইয়েছিলেন আত্মঘাতী

সায়ন দেবসিংহ : দুবছর ধরে করোনার কবলে দেশবাসী। লকডাউনের জেরে বহু মানুষ তাদের চাকরি হারিয়েছেন। পাটুলির অমিতজ্যোতিও চাকরি হারিয়েছিলেন লকডাউনে। বাকি সবার মতোই অর্থাভাবে ভুগছিলেন। এই মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যার পথ বাছলেন । মঙ্গলবার তার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

স্ত্রী, ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন অমিতজ্যোতি। তবে মঙ্গলবার স্ত্রী ও ছেলে বাড়িতে ছিল না। বাড়ির মালিক লুনা সরকার এবং প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া দেননি তিনি। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা এসে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঐরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অমিতজ্যোতি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: