খেলা, মেলা, মিটিং সবই চলছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেনা কেন? হাই কোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের
সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়ে এবং চাঞ্চল্য ছড়িয়ে পরে

তিয়াসা মিত্র : স্কুল খোলার দাবি নিয়ে হাই কোর্টে জন স্বার্থ মামলা দায়ে করে একটি ছাত্র সংগঠন। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন (এআইএসএফ) নামে সংগঠনটির দাবি স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার নির্দিষ্ট নীতি তৈরি করুক। মামলাটি করেছেন সংগঠনের রাজ্য সভাপতি সৌমেন হালদার। এই নিয়ে একই দাবিতে কলকাতা হাই কোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হল। এর আগেও মঙ্গলবারে এই একই বিষয়ে নিয়ে জন স্বার্থ মামলা দায়ে করেন।
আবারো ঠিক বৃহস্পতিবার এই বিষয়ে মামলা দায়ে হয়। সেখানেই এই বিষয়ে ‘ খেলা ,মেলা ,মিটিং হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেনা কেন ?’ এই বিষয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়ে এবং চাঞ্চল্য ছড়িয়ে পরে। সেই পোস্টকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য, ‘‘আমরা স্কুল খুলতেই চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ প্রসঙ্গত আগামী সোমবার থেকে মুম্বই-সহ মহারাষ্ট্রে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।’