বাধা পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পন বিনায়ক সঙ্গীত আশ্রম আয়োজিত সংগীতানুষ্ঠানের
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পন্ডিত স্বপন চৌধুরী

মধুরিমা সেনগুপ্ত : সংগীত জগতের অন্যতম উজ্বল নক্ষত্র বিনায়ক পট্টবর্ধন-এর নামানুসারে নামকরন বিনায়ক সঙ্গীত আশ্রম-এর। এই বিনায়ক সঙ্গীত আশ্রম মূলত গোয়ালিয়র ঘরানার সঙ্গীত-এর প্রচার ও প্রসার করে। শুধু গোয়ালিয়র ঘরানার সঙ্গীতই নয়, অন্যান্য ক্লাসিকাল সংগীতেরও প্রচার-প্রসারেও তাদের অবদান অনস্বীকার্য। সেই বিনায়ক সঙ্গীত আশ্রম ২০১৯ থেকে সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। মাঝে করোনার জন্য ২০২১ সালে তারা অনুষ্ঠান আয়োজন করতে পারেননি। কিন্তু আগামী ২০ ও ২১ নভেম্বরেই আয়োজিত হবে সেই অনুষ্ঠান। ড. সুনন্দা পট্টনায়কের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান ২০২১ সালে তৃতীয় বর্ষে পদার্পন করলো। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দেবেন পদ্মশ্রী পন্ডিত স্বপন চৌধুরী। তিনি ড. সুনন্দা পট্টনায়কের কর্মজীবনে তার সাথে পুরো পরিচিত ছিলেন। তারই স্মৃতিচারণা করবেন তিনি এই অনুষ্ঠানে।
২০ ও ২১ নভেম্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিন সংগীত পরিবেশন করবেন সৌমি মজুমদার, অনির্বান সিনহা এবং ড. কেতকী গোস্বামী। দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন রোসি দত্ত এবং মাল্যবান চ্যাটার্জী। সেতার সঙ্গতে থাকবেন পন্ডিত অসীম চৌধুরী, তবলা সঙ্গতে থাকবেন বিলাল খান সালোনভি, অমিত চ্যাটার্জী, ইন্দ্রনীল মল্লিক, নিমাই কুমার দত্ত এবং হারমোনিয়াম সঙ্গতে থাকবেন মৈনাক দাস, সায়ন চ্যাটার্জী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধে ৬ টায় ওপিনিয়ন টাইমস-এর পর্দায়।