Education Opinion

বাড়ছে করোনা, পুজোর পর আদৌ কি খুলছে স্কুল ?

আশঙ্কায় আছেন পড়ুয়া থেকে অভিভাবকরা।

বনিতা রায় : আগামী ১৬ই নভেম্বর খুলছে স্কুল খোলার সিদ্বান্ত মুখমন্ত্রীর। পুজোর লাগাম ছাড়া ভীড়ে বেড়েছে সংক্রমণ। প্রায় ঊনিশ মাস ধরে বাড়িতে বন্দি পড়ুয়ারা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, অনলাইন শিক্ষা কখনই স্কুলের বিকল্প হতে পারে। পরিস্থিতি এরকম থাকলে আদৌ কি স্কুল খোলা হবে? এটা এখন বড় প্রশ্নের মুখে। আশঙ্কায় আছেন পড়ুয়া থেকে অভিভাবকরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর পর করোনা-পরিস্থিতি দেখে স্কুল খোলার ভাবনা রয়েছে। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। তৃতীয় ঢেউ বিপজ্জনক না হলে স্যানিটাইজ করে খোলা হবে। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ রাজ্যে পুজোর আগে পর্যন্ত অনলাইনেই চলছে পড়াশুনো।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: