Big Story
বিধাননগর ভোট বুথে মারামারি ! হাতাহাতি বিজেপি এবং তৃণমূল প্রার্থীর মধ্যে !
মহিলা প্রার্থীদের হাতাহাতি দেখার পর রিপোর্ট চেয়ে পাঠান কমিশন

তিয়াসা মিত্র : আজ সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন কার্য শুরু হয়েছে বিধান নগরে। আর সেই খানেই ৩৭ নম্বর ওয়ার্ড-এ মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের দিয়ে ভোট লুঠ করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, দলীয় প্রতীক নিয়ে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বেধে যায়। মুহূর্তে ভাইরাল হয়ে পরে সেই ভিডিও, যেখানে দুজনকে হাতাহাতি করতে দেখা যায়। সেই সময় আরও কয়েকজন এসে দু’জনকে আলাদ করার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাটি ঘটে বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বুথে। দুই মহিলা প্রার্থীর হাতাহাতির দৃশ্য দেখার পর ঘটনার রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন।