সুজয় ঘোষের ছবি দিয়ে ওটিটি প্লাটফর্ম-এ অভিষেক বেবোর
দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি - কারিনা কাপুর খান

তিয়াসা মিত্র : এবার ওটিটি প্লাটফর্মে নিজেকে তুলে ধরবেন কারিনা কাপুর খান। প্রায় দু’দশক রুপোলি পর্দায় কাজ করছেন বলিউডের বেবো, ওটিটি-তে কবে পা রাখবেন তা নিয়ে জল্পনা চলছিলই। এ বার জানা গেল সুজয় ঘোষের ছবি দিয়েই ওটিটি অভিযানে নামবেন করিনা। জাপানি সাহিত্যিক কিগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন ‘কহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই ছবিতে করিনার সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলাওয়াতকে।
লম্বা বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরছেন বেবো, সুজয় ঘোষের এই ছবির প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে করিনা বলেন, “ছবিটির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উত্তেজিত। নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ, আর দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি।” পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে করিনা বলেন, “ওর কাজ দেখেছি। বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে, কাজের নিজস্ব ধরন আছে, আর ও কি করতে চাইছে সেই বিষয়ে ও নিশ্চিত থাকে।”