
বনিতা রায় : গতকাল থেকেই ক্রমশ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ছট পুজোতে মাথাচাড়া দিয়ে উঠল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় আজ বেড়েছে করোনা পরিক্ষা। একদিন আগে এর সংখ্যা ছিল ৮০০-র কাছাকাছি তা আজ বেড়ে ৮৫৩। গত ২৪ ঘন্টায় কলকাতায় সাতজন আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বাড়ছে কলকাতায়। রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে হয়েছে ১৯,২৬৭ জন।
স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টার মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। গতকাল করোনায় মৃত্যু হয়েছে ১২জনের আজ
তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬,০০৭৩২ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার একই ৯৮.৩০ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭৯৪৫। মৃত্যুর হার ১.২০ শতাংশ। এই পর্যন্ত গোটা দেশে টিকা দেওয়া হয়েছে ১১০ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২২৫ ডোজ। উৎসবের মরশুমে টিকাকরনের গতি কমলেও ফের তা আবারও স্বাভাবিক হচ্ছে এতে কিছুটা স্বস্তি মিলেছে।