ফের সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী, নাজেহাল মধ্যবিত্ত
বিয়ের মরসুমের আগে চিন্তায় ব্যবসায়ীরা

বনিতা রায় : বাঙালি ও অবাঙালিদের উৎসবের মরসুমেই সোনা কেনার চাহিদা অনেক বেড়ে যায়। বিয়ের মরসুমের আগে লাফিয়ে দাম বাড়লো সোনা ও রুপোর। ধনতেরাস ও দেওয়ালির মাঝখানে সেভাবে দাম না বাড়লেও দেওয়ালি থেকেই ক্রমশ দাম বাড়ছে সোনার। পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের দেখা গেছে।
গতকালের তুলনায় আজ রূপোর দামও অনেকটাই বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৩৩ শতাংশ অর্থাৎ ১৬৩.০০ টাকা বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম একদিনে ৪৯,০১৭ টাকায় দাঁড়িয়েছে। রুপোর দাম ১৭৫ টাকা অর্থাৎ ০.২৭ শতাংশ বেড়ে ৬৬,০৫৩ টাকা হয়েছে। গত বছরের এই সময়ে এমসিএক্সে সোনা ৫০,২৫৯ টাকায় ট্রেড করছিল অন্যদিকে রুপো ট্রেড হয়েছিল ৬২,০৯৭ টাকা। সেই হিসেব অনুযায়ী, বর্তমানে সোনা কেবল ১০০০ টাকা সস্তায় মিলছে । প্রায় ৪০০০ টাকা দাম বেড়েছে রুপোর। বিয়ের মরসুমে আগে যে হারে সোনা ও রুপোর দাম বাড়ছে তাতে নাজেহাল সোনা ব্যবসায়ীরা।