শীত-গ্রীষ্মের এই খেলায় শীতের ঠাওর পাওয়া এখন বেশ মুশকিলের
আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, জানাচ্ছে হাওয়া অফিস

পল্লবী কুন্ডু : পাতা ঝরার বেলা আসলেও কোথাও গিয়ে যেন থমকে যাচ্ছে প্রকৃতির খেলা। রাতেরদিকে গরম ভোরের দিকে ফের শিরশিরানি সব মিলিয়ে শীতের (Winter) এই কানামাছি খেলায় ঠাওর করা বেশ মুশকিল হয়ে পড়ছে। আর ঠিক এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাসে কি আছে চলুন দেখে নেওয়া যাক। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে রবিবার থেকে পুবালি হাওয়ার প্রভাব কমবে। আর বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী সপ্তাহে কলকাতায় ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। জেলায় জেলায় অনুভূত হতে পারে শীত। সেই সঙ্গে আলিপুরের(Alipore Meteorological Department) পূর্বাভাস রবিবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়ে আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত আসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এর মধ্যেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, আজ সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর। পাশাপাশি আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে এটা কিন্তু একশো শতাংশ ঠিক যে, শীতকালে হাড়কাঁপানি শীত না পড়লে যেন কোনোকিছুই ঠিকমত জমে না।