বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে অস্বস্তিতে ভুগবেন দক্ষিণবঙ্গবাসী
উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের মানুষ গরমে করছে হাঁসফাঁস

দেবশ্রী কয়াল : রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হবে। তবে, আগামী ২৪ ঘণ্টায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। বাতাসে অতিরিক্ত পরিমানে জলীয় বাষ্প থাকার কারনে বজায় থাকবে অস্বস্তিজনক আবহাওয়া। যদিও আগামী সপ্তাহে বৃষ্টির পরিমান এবং স্থায়িত্ব দক্ষিণবঙ্গে বাড়বে বলেই পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও ক্রমশ উত্তরদিকে অগ্রসর হয়ে অবস্থান বদল করছে। এর জেরেই আগামী তিন থেকে চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এছাড়াও ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে। এবং আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ রাজ্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলাই রয়েছে। বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহরে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জন্য সারাদিন অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা হবে শহরবাসীর। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।