Big Story
বিধান নগরে লাঠি হাতে সরব পুলিশ, ভুয়ো ভোটারদের লাঠি চার্জ পুলিশের
এই সব কিছু পুলিশ এবং প্রশাসনের ভুল- বিজেপি প্রার্থী

তিয়াসা মিত্র : বিধান নগরের ১৩ নম্বর ওয়ার্ডে সকাল থেকে চলছিল শান্তি মূলক ভোট দান, কিন্তু অবশেষে এই এলাকায় ভোট অশান্তির জালে জড়িয়ে গেল। কিছুক্ষন আগেই ভুয়ো ভোটের অভিযোগ উঠে এলো বিধান নগর ১৩ নম্বর ওয়ার্ড-এর থেকে। জানা যাচ্ছে , সেখানে বহিরাগতদের আগমন এবং সেই আগমনে ভুয়ো ভোট। এই বিষয়কে ঘিরে শুরু হয় অশান্তি এবং রক্ত ক্ষরণ ঘটে, তারপরই পুলিশ লাঠি চার্জ করেন দুষ্কৃতীদের ওপর।
বুথ দখল এবং আগন্তুকের আগমনে অশান্তি শুরু হয় সেই অঞ্চলে। কিন্তু সেই স্থানের বিজেপি প্রাথী জানান, এই সব কিছু পুলিশ এবং প্রশাসনের ভুল। তারা বহিরাগতদের স্বাগত জানান যার ফলে ঘটে এই ঘটনা।