করোনার পাশাপাশি এবার ডেঙ্গুর ছোবল, লাফিয়ে বাড়ছে সংক্রমণ
রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬২ জন

বনিতা রায় : করোনা বাড়ছে তার মধ্যেই মাথা চাড়া দিয়েছে ডেঙ্গু। বর্ষার শেষে শহর এবং বেশ কিছু জলমগ্ন জেলাগুলিতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। কলকাতা পুরসভার একাধিক জায়গাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে যার ফলে চিন্তায় প্রশাসন। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, বিধাননগরের বিস্তৃর্ণ অঞ্চল গুলিতেও পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু। গতবছরের তুলনায় এবছর বাড়ছে ডেঙ্গু পরীক্ষার সংখ্যা। সরকারি তথ্য অনুসারে, ২০২০ সালে ৮৪ হাজার জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছিল তাতে আক্রান্তের হার ছিল ২.৬ শতাংশ। এবছর এক লক্ষ ৮৬ হাজার মানুষের ডেঙ্গু পরীক্ষা হয়েছে তাতে আক্রান্তের হার ১.৬ শতাংশ। বাংলায় ডেঙ্গু ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে বাংলায় ডেঙ্গুতে আক্রান্ত হন ৬৫০ জন। গতবছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯ জন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজ্যে ৯০০ অতিক্রম করেছে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬২ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। বিশেষজ্ঞদের মতে, সাধারণত বর্ষাকালের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। ডেঙ্গুর ক্ষেত্রে নির্দিষ্ট কোনও ওষুধ এখনও পর্যন্ত নেই উপসর্গ ভিত্তিক চিকিত্সা করে ডেঙ্গু রোগীকে সুস্থ করা হয়।