Big Story

বঙ্গের সফরে অমিত শা : অমৃতের খোঁজে রাজ্য বিজেপি !

অন্তর্দ্বন্ধ তীব্র , গোষ্ঠী দ্বন্ধে জেরবার। আগামীতে কি বার্তা দেবেন অমিত

নিউজ ডেস্ক : বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে আসছেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি। সন্ধেয় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র। কাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: