Entertainment

বিয়ের কিছুদিন পরই শীতের হালকা রোদের উত্তাপ অনুভব করতে ব্যাস্ত অনির্বান, ভাইরাল ছবি !

নতুন জীবনের আনন্দ অনুভব করার সাথে পাল্লা দিয়ে, শীতের আমেজও গায়ে মাখছেন তারকা

চৈতালি বর্মন : অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এবং মধুরিমা গোস্বামীর (Madhurima Goswami) বিয়ের খবরই এখন সংবাদ শিরোনামে। সদ্য বিয়ে করেছেন তারা। এখনো গায়ে তাদের নতুন বিয়ের গন্ধ। করোনার এই পরিস্থিতির মধ্যেই এ বছরে দীর্ঘ দিনের পরিচিত মধুরিমাকে বিয়ে করেছেন অনির্বাণ ।এই করোনা পরিস্থিতির মধ্যেও দীর্ঘ পরিচিত বান্ধবী মধুরিমাকেই বিয়ে করলেন তিনি। অনেক মেয়ের মন ভেঙে শেষমেষ বিয়েটা তিনি সেরেই ফেললেন।

বিয়ের কিছুদিন পরই নতুন ছবি পোস্ট করলেন তিনি। শীত পড়তেই শীতের মিষ্টি রোদ গায়ে মাখছেন তিনি। পরনে সুন্দর একটি কালো ট্রী -শার্ট । মুখে এক গাল হাসি সমেত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। আর ট্যাগ করলেন তার প্রিয় কিছু বন্ধুদের যার মধ্যে একজন হলেন রুদ্রনীল ঘোষ।

খুব সাদামাটা ভাবেই বিয়ে সেরেছেন তিনি। রেজিস্ট্রি করে মালাবদল,সিঁদুরদান ব্যাস এই টুকুর মধ্যে দিয়েই বিয়ে করেছেন। ইতমধ্যেই প্রিয় অভিনেতা কে একঝলক দেখতে পেয়ে মন ভরেছে অনুরাগীদের ।এদিকে রোদ্দুরে অভিনেতা রুদ্রনীল ঘোষও । শীত হাল্কা বাড়তেই রোদ্দুরের মিষ্টি উত্তাপ গায়ে লাগিয়েছেন অভিনেতা রুদ্রনীলও ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: