গরুপাচার মামলাতে আবারো সিবিআই-এর দরবারে তলব ” কেষ্টকে”
অনুব্রত মণ্ডলকে শেষ তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সে বারে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন

তিয়াসা মিত্র : মার্চ মাসের প্রথম দিকেই গরু পাচার মামলাতে নাম জড়িয়েছে কেষ্টদার অর্থাৎ অনুব্রত মন্ডলের। তারপর তাকে সিবিআই-এর দরবারে হাজিরাও দিতে হয়েছে। সেই সঙ্গের অনুব্রত হাই কোর্টের কাছ থেকে রক্ষাকবজ অর্থাৎ ক্ষনিকের জন্য এই সব থেকে বাইরে থাকার আবেদন পেশ করে। কিন্তু কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে। এ বার গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।
প্রসঙ্গত, এ নিয়ে চতুর্থবার অনুব্রতকে তলব গরু পাচার করা হল। শেষ বার তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সে বারে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তার আগেও তিন বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। অনুব্রত শনিবার বগটুই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘সিবিআই যা করছে, ভালই করছে। তদন্তে সহযোগিতা করছে।’’