মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অরুচিকর মন্তব্য অনুপম হাজরার, দায়ের হল অভিযোগ
করোনার সাথে মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলকে তুলনা করল অনুপম, রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা

দেবশ্রী কয়াল : তীব্র সমালোচনার মুখে অনুপম হাজরা। কারন, তাঁর বেফাঁস মন্তব্য। গতকাল রবিবার বারুইপুর গিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসে অনুপম হাজরা, আর তার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার জের, সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। তাঁর এই মন্তব্যের পর অনেকেই বলছেন, অনুপমের রুচিবোধ বলতে কিচ্ছু নেই। গত শনিবারই সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন অনুপম হাজরা। আর তারপরের দিনই এমন মন্তব্য তীব্র বিতর্কিত বিষয়।
গতকাল রবিবার বারুইপুর সাংগঠনিক জেলা কমিটির সভায় দেখা যায় বহু বিজেপি কর্মীরই মুখে মাস্ক নেই। এমনকি অনুপমও মাস্ক পরে ছিলেন না। তাই সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিজেপি নেতা কর্মীরা করোনার চেয়ে অনেক বড় বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। সেটা হল মমতা.বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলে কংগ্রেস। তাই করোনায় তাঁদের কিছু হবে না।’
না, এখানেই শেষ ছিল না। এরপরই অনুপম ভরা সভার মধ্যে বলেন, ‘আমি তো ঠিকই করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরব।’ এদিন অনুপমের এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী সম্পর্কে অনুপমের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর শিলিগুড়িতে। তৃণমূল উদ্বাস্তু সেলের তরফে বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর তৃণমূলের এক নেতা বলেন, ‘এটাই তো বিজেপির সংস্কৃতি। ওরা কোনও মহিলাকে সম্মান দিতে পারে না। নেতাদের যদি এই আচরণ হয় তাহলে কর্মীরা যে কেমন তা বোঝাই যাচ্ছে !’