ফের রাতের শহরে অ্যাপ ক্যাবের দৌরাত্ম! অ্যাপ ক্যাব চালকের হাতে নিগৃহীত মহিলা সংবাদকর্মী
অভিযুক্ত বুবাই সামন্তকে গ্রেপ্তার করেছেন বেহালা থানার পুলিশ

মধুরিমা সেনগুপ্ত: এর আগেও এসি চালানোকে কেন্দ্র করে অ্যাপ ক্যাবের চালকদের দুর্ব্যবহার ও বিভিন্নভাবে যাত্রীদের হেনস্থা করার কথা শিরোনামে উঠে এসেছে। আর এদিন ফের অ্যাপ ক্যাবের চালকের হাতে নিগৃহীত হলেন সংবাদমাধ্যমে কর্মরত এক মহিলা। শুধু মহিলাটিই নয় সাথে তার বন্ধুকেও মারধরের অভিযোগ উঠেছে চালকটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেমস লং সরণী ও সত্যেন্দ্র রায় রোড ক্রসিংয়ে।
অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ নিগৃহীত ওই মহিলা এবং তার বন্ধু স্কুটি করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই জেমস লং সরণী ও সত্যেন্দ্র রায় রোড ক্রসিংয়ের সামনে তারা ওই অ্যাপ ক্যাব চালকটিকে খারাপভাবে গাড়ি চালাতে দেখেন এবং ক্যাবটিকে থামিয়ে চালককে ঠিক ভাবে গাড়ি চালানোর কথা বলেন। অভিযোগ অনুযায়ী ঠিক সেই সময় ক্যাবের চালকটি গাড়ি থেকে নামেন এবং তুমুল গালিগালাজ শুরু করেন। শুধু গালিগালাজই নয়, চালকটি লাথি মেরে অভিযোগকারীর স্কুটি রাস্তায় ফেলে দেয়। এমনকি চালকের এহেন আচরণের প্রতিবাদ করতে গেলে চালকটি মহিলাকর্মীর সাথে থাকা বন্ধুটিকে ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। মহিলাকর্মীকে ‘একা থাকলে দেখে নেওয়া হবে’ এরূপ হুমকিও দেয়া হয়। সাথে সাথে মহিলা কর্মীটি বেহালা থানায় অ্যাপক্যাব চালকের নামে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। পরে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং শুক্রবার সকালেই অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক বুবাই সামন্তকে গ্রেপ্তার করেন। নিগ্রহ ও হেনস্থার এহেন ঘটনা এই প্রথম নয়। খোদ কলকাতার রাস্তায় যেখানে ক্যাবের বাইরে ক্যাব চালকের দ্বারা এরকম হেনস্থার শিকার হতে হচ্ছে, সেখানে এই অ্যাপ ক্যাবগুলিতে কতটা সুরক্ষিত থাকবেন যাত্রীরা সেই নিয়ে প্রশ্ন উঠেছে।