Nation

অরুন্ধতি গোল্ড স্কিম ! অসম সরকারের নতুন প্রকল্প

মেয়ের বিয়ের যৌথুকের এবার ১০গ্রাম সোনা দেবে সরকার

চৈতালি বর্মন : প্রত্যেক পরিবারে মেয়ের বিয়ে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন থাকে। সব থেকে বড়ো চিন্তা থাকে মেয়েকে কতটা সোনার গয়না(Gold jewelry) দিতে পারবে তা নিয়ে। কিন্তু সোনার দাম যে হারে বেড়ে চলেছে ,সাধারণ মধ্যবিত্ত ঘরের বাবা মা রা ঠিক কতটা সোনার গয়না বানিয়ে মেয়েকে দিতে পারবে তার বিয়েতে সেই চিন্তাই সারাক্ষন ঘোরে তাদের মাথায়। আদোও দিতে পারবে কিনা সেটা নিয়ে বড়োই চিন্তিত।

তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার অসম সরকার(Assam government) নিয়ে এল একটা অসাধারণ প্রকল্প যার নাম অরুন্ধতি গোল্ড স্কিম(Arundhati Gold Scheme)। মেয়ের বিয়ের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ১০গ্রাম সোনা। দেখেনিন কিভাবে এই প্রকল্পের আওতায় আসা যাবে। কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পে।এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এছাড়া বিয়ের রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক। মেয়ের বাড়ির আয় বছরে ৫ লক্ষ টাকার কম হতে হবে।

এই যোজনার সুবিধা কেবল প্রথম বার বিয়ে করার সময় মিলবে এছাড়া ছেলের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে বিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট(Special Marriage Act) ১৯৫৪ অনুযায়ী রেজিস্টার্ড হতে হবে । যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন স্কিমের জন্য আবেদন করা যাবএই যোজনায় বহু মানুষ উপকৃত হবেন । এর মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারদের সাহায্য করা । সরকারের তরফে দেওয়া সোনা মেয়েটির আর্থিক অবস্থাও মজবুত করবে ।কীভাবে আবেদন করবেন এই যোজনার জন্য – >>স্কিমের জন্য রেজিস্ট্রেশন করাতে হবে >>এর জন্য revenueassam.nic.in. লিঙ্কে গিয়ে অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে >>এরপর প্রিন্টআউট নিয়ে জমা করতে হবে >>ফর্ম সাবমিট করার পর একটি রসিদ দেওয়া হবে >>আপনার আবেদন accept করা হয়েছে কিনা এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে >>আবেদন মেনে নেওয়া হলে ১০ গ্রাম সোনার যা দাম হবে সেটি আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে ।অসমে এখনো কমবয়সী ছেলে মেয়েদের বিয়ে দাওয়ার রীতি আছে যার ক্ষতিকর প্রভাব পরে তাদের পড়াশোনা র স্বাস্থ্যের উপর। তাই প্রকল্পের সুবিধাগুলি কিছু পরিবারের ছেলে মেয়ের ঠিক বয়স না হওয়া পর্যন্ত দেওয়া হচ্ছে না।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: