জেল থেকে ফিরে কাটেনি “ট্রমা” , শাহরুখ পুত্রের অবস্থা শোচনীয়
একটি সাক্ষাৎকার চলাকালীন আরিয়ান একটিও কথা বলেননি

তিয়াসা মিত্র : এই বছরের অক্টোবর মাসটি ছিল জীবনের সব থেকে কঠিক সময়ে পুরো “খান” পরিবারের জন্য। আরিয়ান খান-এর মাদক চক্রে জড়ানোর পর থেকে তাকে আর্থার রোডের জেলে বন্দি থাকতে হয়েছে প্রায় ২৫ দিন। এবং অত্যন্ত যুদ্ধ করে শারুখ খান এবং গৌরী খান আরিয়ান কে ছাড়িয়ে নিয়ে আসে তাদের নিজের বাড়ি “মান্নাতে “, ২৮-শে অক্টোবর ছাড়া পায় আরিয়ান “শ্রীঘর” থেকে।
তবে তাকে নিয়ম করে প্রতি শুক্রবার এনসিবি-তে হাজিরা দিতে যেতে হয়। সম্প্রতিক শারুখ খানের ঘনিষ্ট একজন এর থেকে পাওয়া খবর অনুযায়ী , আরিয়ান একেবারেই নিজেকে নিজের ঘরে বন্দি করে রেখেছে , যা নিয়ে তার মা চিন্তিত এবং বাবাও। জানা যাচ্ছে কোনো যোগাযোগ নেই তার বন্ধু এবং বান্ধবীদের সাথে। এমনিতেই নাকি শোনা যায় আরিয়ান একটু অন্তর্মুখী স্বভাবের ,এই ঘটনার পর সে আরো চাপা স্বভাবের হয়েছে বলে জানা যাচ্ছে।
শোনা যাচ্ছে শারুখ খান তার বড়ো ছেলের জন্য দাখিল করতে চলেছে একজন ছায়া সঙ্গী ,অর্থাৎ একজন বডিগার্ড যে দক্ষতার পরিচয় আরিয়ানকে আগলে রাখবে পরবর্তীতে বাড়ির বাইরে , কারণ এই মুহূর্তে তাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য বাড়ির বাইরে মুখিয়ে আছে বহু নিউস চ্যানেল এবং সাংবাদিকেরা। এমনো চিত্র সামনে এসেছে একটি সাক্ষাৎকার চলাকালীন আরিয়ান একটিও কথা বলেননি।