দুমাসেও সুরাহা মিললনা চতুর্থ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির, সময়ে চাইলেন হাই কোর্ট
সময়ে চাওয়ার কারোপন হিসাবে শোনা যাচ্ছে, কভিডের দোহাই, অতিরিক্ত আরো দু মাস সময়ে

তিয়াসা মিত্র : দুমাস ধরে চলছে অনুসন্ধান, তবু আজ মিললনা তার সুরাহা। স্কুলে চতুর্থ শ্রেণি (গ্ৰুপ-ডি)-র কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অনুসন্ধানের জন্য আরও সময় চাইল আদালত নিযুক্ত কমিটি। সোমবার প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি আদালতে জানায়, ওই মামলায় অনেককে ডেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। কোভিডের কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। তাই বিস্তারিত অনুসন্ধানের জন্য আরও চার মাস সময় প্রয়োজন। তবে অতিরিক্ত ওই সময় দিতে রাজি হয়নি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, অতিরিক্ত আরও চার মাস সময় দেওয়া যাবে না। দু’মাস সময় দেওয়া যেতে পারে।
চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিক তদন্তভার বা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। মবার ওই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা ছিল কমিটির। সেখানেই তারা অতিরিক্ত সময় চাইল।