West Bengal

বঙ্গ নারীর জয়োধ্বনি প্রশান্তের মাঝপথ থেকে শুরু করে গোটা দেশে

ছয় বছর বয়সে তার বাবার হাত ধরে গঙ্গা নদীর বুকে ১০ কিলো মিটার পেরোনো

তিয়াসা মিত্র : গতকাল ইতিহাস সৃষ্টি হলো এক সামান্য মেয়ের অসামান্যতায়। যুক্ত রাষ্ট্রের ( উত্তর আমেরিকা ) প্রশান্ত মহাসাগর-এ টানা ১২ ঘন্টা ৪৬মিনিট সাঁতার কেটে পার হয়েছে ৩৩ কিলোমিটার জলপথ। পৃথিবীর সব থেকে গভীর এবং দীর্ঘ মহাসাগর-এ প্রচন্ড ঠান্ডা , উত্তাল স্রোত , সামুদ্রিক জন্তু-র ভয়ে উপেক্ষা করে ইতিহাস সৃষ্টি করেছেন সায়নী দাস।

২১ বছর বয়সী সায়নী পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনার-এর বাসিন্দা। সায়নি তার প্রথম সাঁতার শেখ শুরু করে তার বাবার হাত ধরে এবং তার প্রথম রেকর্ড ছিল ৬ বছর বয়েসে তার বাবার হাত ধরে গঙ্গা নদীর বুকে ১০ কিলো মিটার পেরোনো। এরপর একে একে ইংলিশ চ্যানেল , রোটনেস চ্যানেল এর মতন বড়ো পদক্ষেপের ভেতর দিয়ে যাওয়ার পর আজ প্রশান্ত মহাসাগর-এর পদক্ষেপ।

নেট দুনিয়া থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং গর্বিত বাবার মুখ , সাথে লক্ষ লক্ষ শুভেচ্ছাতে ভরে উঠেছে কালনার সাধারণ বাড়ির সাধারণ মেয়ে সায়নী দাস।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: