দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ লড়বে ভারত, জুন মাসে কোথায় হবে এই টি টোয়েন্টি ?

তিয়াসা মিত্র : জুন মাসে এ দেশে আসবে দক্ষিণ আফ্রিকা। পাঁচটি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। ৯ জুন থেকে ১৯ জুন সিরিজ হবে এ কথা আগে জানানো হলেও, ম্যাচগুলি কোথায় হবে তা এত দিন জানা যায়নি। সেই ঘোষণা এ বার করে দিল বোর্ড। জানা গিয়েছে, কটক, বিশাখাপত্তনম, দিল্লি, রাজকোট এবং চেন্নাইয়ে ম্যাচগুলি হবে।
বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিক থেকে এই সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কালে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। টানা ১২টি ম্যাচে জিতেছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে চুনকাম করেছে তারা। গত বছরের শেষে এবং এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট এবং এক দিনের সিরিজ খেলেছিল ভারত। দু’টি সিরিজেই হেরেছিল তারা। ফলে এই সিরিজে তাদের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ।