Health

বাড়ছে বেস্ট ক্যান্সার : বিপদে পড়েছেন , জানুন ডাক্তার বাবুরা কি বলছেন ?

ডাক্তার কৌশিক রায় , বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ। বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা : সাধারণত যে পরিবারে ক্যান্সার বিষয় টা উচারিত হলেই শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে যায় পরিবারের সকলের। বিষয় টা ঠিক এই রকম নয় , তবে ভারতে একটি সমীক্ষা অনুযায়ী ক্যান্সার চিকিৎসায় বেস্ট ক্যান্সার ধরা পড়ছে ১৯% থেকে ৩৪% ( এটা অবশ্য ২০১৫ সালের একটি তথ্য )। অবশ্য বলে রাখা ভালো ইটা গ্রাম শহর বলে কথা নয় , এখন সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রতি ২৮ জনের মধ্যে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

ডাক্তার কৌশিক রায় ক্যান্সার বিশেষজ্ঞ বলছেন সাধারণত অজ্ঞতার কারণে ও লোকচক্ষুর সমস্যা এই রোগ গোপন করে যাওয়া একটা ভারতীয় নারীদের প্রবণতা আছে। আর এই কারণে বেশিরভাগ মহিলা এই সমস্যা নিয়ে আসেন অনেক তা দেরি করে। ফলে তখন হয়তো প্রাথমিক পর্বটা পেড়িয়ে সেকেন্ডারি পর্বে ঢুকে পড়েছে। এই সময় চিকিৎসা করা তা কঠিন হয়ে পরে।

কি দেখে বুঝবেন আপনার বেস্ট ক্যান্সার হয়েছে ?

১) যেরকম, নিপলস থেকে রক্তক্ষরণ, স্তনের মধ্যে শক্ত জিনিস অনুভব, স্তনের উপরে ছোটো গুটি, এগুলো স্তন ক্যান্সারের লক্ষণ। তাছাড়া, অনেক সময় প্রাইমারি স্টেজে ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেটা ধরা পড়ে না। ক্যান্সার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। তখন জন্ডিস, প্রচণ্ড হাড়ে ব্যথা ইত্যাদি নানারকম সমস্যা দেখা দিতে পারে।

২) স্তন ক্যান্সারের কারণ কী?
স্তন ক্যান্সারের কারণ, ১০% এর ক্ষেত্রে জেনেটিক মিউটেশন। যে গুলো নিজের পরিবার থেকে আসছে। বাকিটা জিনের মিউটেশন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জিনের মিউটেশন হচ্ছে। যত বয়স বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

৩) কোন বয়সের মহিলাদের ক্ষেত্রে এই প্রকোপ বেশি দেখা যায় ?
৪০-৫০ বছর বয়স থেকে এর প্রবণতা বেশি থাকে। সে জন্য আমরা তাদের বলি, বছরে বছরে আল্ট্রাসাউন্ড করা, গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যাওয়া বা কোনও ক্যান্সারের ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়া।

৪) স্তন ক্যান্সার প্রতিরোধের কোনও উপায় আছে কি ?
পরিবারে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা আছে তারা সতর্ক হবেন। খুব কম বয়স থেকে তারা গাইনোকোলজিস্টের কাছে দেখিয়ে নেবে, ব্রেস্টে মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড করবে।

৫) যাদের ক্যান্সারের কোনও পারিবারিক ইতিহাস নেই, তারা কী করবেন ?

লাইফস্টাইল যেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সঠিক সময় খাওয়া দাওয়া করা, নিয়মিত শরীরচর্চা করা। কারণ যাদের চেহারা খুব ভারী তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে।তবে মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি স্তন ক্যান্সার থেকে রক্ষা করে, আর একটা হচ্ছে স্তন্যপানও কিন্তু ক্যান্সারের ঝুঁকি কম করে। এছাড়া যাদের মেনোপজ বন্ধ হয়ে গিয়েছে তাদের কিছু কিছু হরমোনাল থেরাপি দেওয়া হয়, সেটা থেকেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে।

বিশদে জানতে কথা বলতে পারেন সরাসরি : 62922 67243 / 96741 11122 / info@bbbhrc.com

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: