
তিয়াসা মিত্র : সব শেষে রুশ সেনারা ইউক্রেনকে আক্রমণ করবে বলে জানিয়ে দিলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গতকালই তিনি বললেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছেন। সীমান্তে সেনা সক্রিয়তার ফলে উত্তেজনা তৈরি হলেও মিথ্যে কথা বলে ধামাচাপা দিতে চাইছেন।’’
বাইডেনের দাবি, আমেরিকার ইন্টেলিজেন্ট ব্যুরো জানাচ্ছে আগামী কয়েক সপ্তাহে নাকি আক্রমণ চালাবে পুতিনের সৈন্যদল। এরই মধ্যে ইউক্রেনের পূর্বপ্রান্তের শহর ডোনেটস্কে একটি অসামরিক কনভয়ের উপর হামলা চালিয়েছে রুশ-পন্থী বিদ্রোহীরা। রাশিয়ার মদতেই এই হানাদারি বলে দাবি আমেরিকা-সহ পশ্চিমী সংবাদমাধ্যমগুলির। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী ওই এলাকা থেকে অসামরিক নাগরিকদের সরাতে গিয়ে আক্রান্ত হয় কনভয়।
এই আবহে ইউক্রেন লাগোয়া এলাকায় আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ‘তৎপরতা’ শুরু হয়েছে। শুক্রবার রাতে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউক্রেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইঘুর সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে রাশিয়া গোপনে পরমাণু অস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি।