এখনও বাকি অনেক গণনা, দুপুরের পর দৃশ্য পাল্টাবে বলে আশা মহাজোটের
উল্লাস শুরু করে দিয়েছে বিজেপি, তাহলে কী বিহারে শেষ নীতিশ কুমারের দিন

দেবশ্রী কয়াল : বিহারে শাসক দলের ক্ষমতায় এবার বসবে কারা, রাজনীতি মহলে উত্তেজনা এখন তুঙ্গে। ক্রমশ এগিয়ে যাচ্ছে বিহারের বিধানসভা (Bihar Assembly Election) ভোটের ফল গণনা। দুপুর ১২ টা পর্যন্ত যে রিপোর্ট সামনে এসেছে তাতে বিহারে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এনডিএ(National Democratic Alliance)। সকালের দিকে মহাজোট (Great Alliance) এগিয়ে থাকলেও এখন বেশ পিছিয়ে পড়েছে তারা। ভোটের ফলাফল জানতে গেলে করতে হবে বেশ অপেক্ষা। মধ্যে রাতেই জানা যেতে পারে চূড়ান্ত ফলাফল। করোনা পরিস্থিতিতে এটাই ভারতের প্রথম নির্বাচন। করোনার কারণে এবার ভোট গণননা কেন্দ্রের সংখ্যাও বেশী।
অতিমারী পরিস্থিতিতে কোভিড বিধি মেনেই পর্যাপ্ত স্যানিটাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়েই চলছে ভোট গণনা কেন্দ্রগুলিতে কাজ। দুপুর হয়ে গেলেও এখনও বিহারের সিংহভাগ আসনের ভোট গণনাই বাকি। অত্যন্ত ধীর গতিতে চলছে ভোট গণনার কাজ। তবে আজ মঙ্গলবার সকাল থেকে মহাজোট এবং এনডিএ জোটের মধ্যে লড়াই চলছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারের গ্রামের ভোট গণনা শুরু হলে তবেই বোঝা যাবে ফলাফলের আসল চিত্রটা। এদিকে, এদিন ভোট গণনা শুরু হতেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ওলটপালট করে গিয়ে এগিয়ে গিয়েছে এনডিএ জোট। প্রশ্ন উঠছে তাহলে কী নীতীশের (Nitish Kumar) দিন শেষ, এবার বিহারে আসবে এনডিএ?
তুলনামূলক ভাবে বেশ পিছিয়ে পড়েছে মহাজোট। এনডিএ জোটের মধ্যে আসন সংখ্যায় এখনও এগিয়ে রয়েছে বিজেপি। ১২৫টি আসন পেয়ে এগিয়ে গিয়েছে এনডিএ জোট। এখনও পর্যন্ত যা ফলাফল বেরিয়েছে তাতে ইতিমধ্যেই বিহারে বিজেপি (Bjp) কর্মী সমর্থকরা উল্লাস শুরু করে দিয়েছেন। অন্যদিকে ১০৩টি আসন পেয়েছে এখনও পর্যন্ত মহাজোট। তবে মহাজোটের নেতাদের আশা দুপুরের পর ঘুরে দাঁড়াবে মহাজোট। গ্রামের ভোটের গণনার পর পাল্টে যাবে দৃশ্য।
বিহারের বুকে নীতীশের জনপ্রিয়তা কমলেও বিজেপি সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছে বলে মনে করছে রারাজনৈতিক মহল। শহরের ভোটে বিজেপি এগোলেও গ্রামের ভোটে বিজেপি জোর ধাক্কা খাবে বলে দাবি করেছে কংগ্রেস নেতারা। তাই বেলা যত গড়াবে তত বিহারের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ধীর গতিতে বিহারে এদিন ৩৮ জেলায় ৫৫ টি এলাকায় ভোট গণনা শুরু হয়। এদিন নির্বাচন কমিশন জানায় দুপুর ১ টার পর থেকে এখনও ১.০৬ লাখ ইভিএম গণনা এখনও বাকি। এখনও ভোট গণনার জন্য অন্তত ২২ রাউন্ড গণনা বাকি রয়েছে। মোট ৩৫ রাউন্ড গণনার কথা জানিয়েছেন কমিশন। বিহার নির্বাচন নিয়ে এদিন কমিশন সাফ জানিয়েছে, যেহেতেু গণনা মন্থর রয়েছে তাই , ফলাফল জানতে মধ্যরাত হতে পারে।