কিংবদন্তির শেষকৃত্যে কিং খানের “দোয়া” থুথু ছেটাননি তো? বিজেপি-এর খোঁচা বাদশাকে
বিজেপি ভারপ্রাপ্ত অরুন যাদব নিজের টুইটের-এ এই প্রশ্নপ ছুড়ে দেন

তিয়াসা মিত্র : স্বরসতী দেবীর বিদায় বেলাতে তারই সাথে বিদায় নিলেন রক্ত মাংসের সরস্বতী লতা মঙ্গেশকর। এবং তারই শেষকৃত হয় আগামীকাল মুম্বাই-এর শিবাজী পার্কে। সেখানে উপস্থিত থাকেন বলিউডের গায়ক, অভিনেতা, অভিনেত্রী এমনকি প্রাক্তন ক্রিকেটের রাজা সচিন টেন্ডুলকার-ও। শেষ শ্রদ্ধা দিতে দেখা যায় বলিউড বাদশা শারুখ খানকে এবং তার ম্যানেজার পূজা দাদলানিকে। সেখানে নেট দুনিয়াতে ভাইরাল হয় শারুখ খানের “দুয়া” নিবেদনের ছবি। কেউ এই ছবি নিয়ে প্রশংসিত করলেও কেউ আবার করছেন সমালোচনা। এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তাঁর সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষশয্যার সামনে থুথু ছিটিয়েছেন!
লতার শেষশয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটি রবিবার বিকেল থেকেই ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাতে লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় তাঁর ধর্মীয় রীতি মেনে ‘দুয়া’ বা প্রার্থনা করতে। শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিয়ো শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’ তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখ খান-এর কাছ থেকে।